ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মোহনগঞ্জে সাপমারা খাল পুনঃখননের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৯
মোহনগঞ্জে সাপমারা খাল পুনঃখননের উদ্বোধন সাপমারা খাল পুনঃখননের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. সাজ্জাদুল হাসান। ছবি: বাংলানিউজ

নেত্রকোণা: পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার সাপমারা খালের ১০ কিলোমিটার পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলা শহরের টেঙ্গাপাড়া স্লুইস গেটে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. সাজ্জাদুল হাসান পুনঃখনন কাজের উদ্বোধন করেন।

এতে সভাপতিত্ব করেন মোহনগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহদী মাহামুদ আকন্দ ও সঞ্চালনা করেন নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. আক্তারুজ্জামান।

এসময় বক্তব্য রাখেন- নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এসএম আশরাফুল আলম, পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কেএম শফিকুল হক, মোহনগঞ্জ পৌরসভার মেয়র লতিফুর রহমান রতন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহীদ ইকবাল প্রমুখ।

নির্বাহী প্রকৌশলী আক্তারুজ্জামান বাংলানিউজকে জানান, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীনে প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে এই খাল পুনঃখনন করা হচ্ছে। ২০২০ সালের ৩০ এপ্রিলের মধ্যে খনন কাজ শেষ হবে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।