পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্জ। ছবি: বাংলানিউজ
ঢাকা: জার্মানি বাংলাদেশের প্রকৃত বন্ধু বলে অভিহত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশ ও জার্মানির সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে বলে প্রত্যাশা করেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্জ সাক্ষাতে গেলে পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন এসব কথা বলেন।
বৈঠকে ড. মোমেন বলেন, জার্মানি বাংলাদেশের প্রকৃত বন্ধু।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই জার্মানি এদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রেখে চলেছে।
বাংলাদেশে আরও জার্মান বিনিয়োগ বাড়ানোর জন্য দেশটির রাষ্ট্রদূতকে অনুরোধ করেন তিনি।
বৈঠকে জার্মান রাষ্ট্রদূত বিনিয়োগ, বাণিজ্য, রোহিঙ্গা সঙ্কট, জলবায়ু পরিবর্তন বিষয়ে বাংলাদেশ-জার্মানের মধ্যে সহযোগিতার ক্ষেত্রে জোর দেন।
বাংলাদেশ সময়: ০২০১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
টিআর/এমএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।