শনিবার (২৬ জানুয়ারি) বেলা ১১টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, মানুষ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে।
দুর্নীতির ব্যাপারে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করে রেজাউল করিম বলেন, আমার মন্ত্রণালয়ে কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না। কর্মচারী বা কর্মকর্তা যে-ই হোন, কাউকে ছাড় দেওয়া হবে না। আমার বিশ্বাস দুর্নীতি আর অনিয়মমুক্ত করতে পারলে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে।
এর আগে, মন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিতে পুস্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় গোপালগঞ্জ গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল খায়ের, সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাস, পিঅ্যান্ডডি’র নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল হালিম, উপ-বিভাগী প্রকৌশলী (সিভিল) মির্জা শিবলী মাহমুদ, উপ-বিভাগীয় প্রকৌশলী (ই/ম) মো. অলীদুল ইসলাম খান, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, সাবেক উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, সাবেক মেয়র ইলিয়াস হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
এনটি