আগুন লেগে পাঁচ বিঘা জমির পানের বরজ পুড়ে ছাই। ছবি: বাংলানিউজ
ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় আগুন লেগে ছয় কৃষকের পাঁচ বিঘা জমির পানের বরজ পুড়ে গেছে। এতে প্রায় ১৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।
বুধবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার গোবরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে হরিণাকুণ্ডু ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তবিবুর রহমান বাংলানিউজকে জানান, সিগারেটের আগুন থেকে প্রথমে গ্রামের সালামের জমির পান বরজে আগুনের সূত্রপাত হয়।
পরে একে একে কৃষক আমিরুল, কুদ্দুস, হবিবর, বাবুল ও শমসেরের পান বরজে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঝিনাইদহ ও হরিণাকুণ্ডু ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।
আগুনে ছয় কৃষকের পাঁচ বিঘা জমির পান পুড়ে গেছে। এতে প্রায় ১৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
এসআরএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।