রোববার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চর জগবন্ধু কডরিয়ার ঘাট এলাকায় জালগুলো ধ্বংস করা হয়। এর আগে, দুপুরে উপজেলা মৎস্য অফিস ও কোস্টগার্ডের যৌথ অভিযানে জালগুলো জব্দ করা হয়।
কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে নদীতে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে ১৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক সম্ভব হয়নি।
জব্দ জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৯
এসআর/এসআরএস