জানা গেছে, হাতীবান্ধা উপজেলা সদরের মূল শহর ও কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে জেলা পরিষদের একটি পুকুর রয়েছে। পুকুরটির উত্তর পাশে ডাকবাংলো, পশ্চিমে লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক ও পুর্বে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার।
বোমা মেশিন দিয়ে মাটির ৭০-১০০ ফুট নিচ থেকে বালু উত্তোলন করা হচ্ছে। ফলে পুকুর পাড় বেষ্টিত লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক, কেন্দ্রীয় শহীদ মিনার, ডাকবাংলো, জামে মসজিদসহ অসংখ্য প্রতিষ্ঠান ও বসতবাড়ি হুমকির মুখে পড়েছে। বিষয়টি স্থানীয় প্রশাসন দেখেও না দেখার ভান করছে বলে স্থানীয়দের অভিযোগ।
প্রশাসনকে জানিয়ে বোমা মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে বলে বাংলানিউজকে জানালেও এ ব্যাপারে কোনো অনুমতিপত্র দেখাতে পারেননি বোমা মেশিনের মালিক আমিনুর রহমান।
হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন বাংলানিউজকে জানান, বোমা মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগকে ইতোমধ্যে নিদের্শ দেয়া হয়েছে।
জেলা প্রশাসক শফিউল আরিফ বাংলানিউজকে জানান, বোমা মেশিন দিয়ে বালু বা পাথর উত্তোলন সম্পূর্ণভাবে অবৈধ। অবৈধ কাজের কোনো অনুমোদন দেয়া হয় না। তবে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।
বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
আরএ