ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ২ কিশোর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ২ কিশোর ফেরত আসা দুই কিশোর সবুজ ও ইব্রাহিম। ছবি: বাংলানিউজ

দিনাজপুর: ভারতে কারাভোগ শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুই বাংলাদেশি কিশোরকে দেশে ফেরত দিয়েছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে হিলি সীমান্তের চেকপোস্ট জিরোপয়েন্টে বিজিবি- বিএসএফ এর উপস্থিতিতে বাংলাদেশ হিলি ইমিগ্রেশন পুলিশের কাছে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়।

ফেরত আসা দুই কিশোর হলো- নরসংদী জেলার শিবপুর উপজেলার চর সুজাপুর গ্রামের মৃত কাজীর ছেলে কাজী শিউল ইব্রাহিম (১৬) ও শরীয়পুরের পালং উপজেলার খেলশী গ্রামের মৃত আমির হোসেন ব্যাপারীর ছেলে সবুজ ব্যাপারী (১৪)।

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বাংলানিউজকে জানান, ওই দুই কিশোর দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা তাদের আটক করে আদালতে পাঠায়। আদালত বালুরঘাট শোভায়োন হোমে রাখার আদেশ দেন। সেখানে সবুজ ১৪ মাস ও ইব্রাহিম তিন বছর আটক ছিল। দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে বুধবার তাদের হিলি ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে ভারতের হিলি অভিবাসন পুলিশ। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।