ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কলেজছাত্রের আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কলেজছাত্রের আত্মহত্যা সাব্বির আহম্মেদ মামুন

যশোর: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যশোরের চৌগাছা উপজেলায় সাব্বির আহম্মেদ মামুন নামের এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন।

সাব্বির তার ফেসবুকে লেখেন, ‘আমি চলে যাবো। এতদূরে যাবো যে, আর কখনো ফিরে আসবো না, আমাকে বিদায় দিতে পারার আনন্দে, তুমি কি তখন কাঁদবে আমার জন্য’

সাব্বির চৌগাছার আম্রকানন পাড়ার মোশারফ হোসেনের ছেলে।

সে যশোর সরকারি এমএম কলেজের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলো।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে সবার অগোচরে নিজ ঘরের ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওই শিক্ষার্থী।

সাব্বিরের বাবা মোশারফ হোসেন বাংলানিউজকে বলেন, বাড়িতে কোনো ধরনের অশান্তি ও গোলযোগ ছিলো না। কিন্তু সবার অগোচরে বুধবার বিকেলে নিজ ঘরের ফ্যানের সঙ্গে সে গলায় ফাঁস দেয়। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. নাহিদ সিরাজ বাংলানিউজকে কলেজছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
ইউজি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।