ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় ‘পরীক্ষা খারাপ হওয়ায়’ কলেজছাত্রীর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, মার্চ ৪, ২০১৯
বরগুনায় ‘পরীক্ষা খারাপ হওয়ায়’ কলেজছাত্রীর আত্মহত্যা

বরগুনা: বরগুনা সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের মোসা. সাওদা নামে এক শিক্ষার্থী বিষপান করে আত্মহত্যা করেছে। 

রোববার (৩ মার্চ) বিকেলে বিষপান করলে তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাত সাড়ে ৮টার দিকে বরিশাল নেওয়ার পথে তিনি মারা যান।

সাওদা বরগুনা সদর উপজেলার ৬নম্বর বুড়িরচর ইউনিয়নের কেওড়াবুনিয়া গ্রামের বাসিন্দা শাহজাহান মাস্টারের মেয়ে।

তার ভগ্নিপতি শাহীন বাংলানিউজকে জানান, চলমান অনার্সের পরীক্ষা খারাপ হওয়ায় সাওদা বিষপান করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

বরগুনা থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক ফকির বাংলানিউজকে জানান, সাওদার মরদেহ জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে এসেছি। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৪৩৮ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।