ছবি : প্রতীকী
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে লাচ্ছা-সেমাই ও মুড়ি তৈরির কারখানাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও প্রায় ৩০ কেজি ভেজাল লাচ্ছা সেমাই জব্দ করার পর ধ্বংস করা হয়।
সোমবার (৪ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান এ আদেশ দেন।
বাংলানিউজকে এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের পেশকার মিলন সরকার জানান, সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের রামগাঁতী গ্রামের রিমু লাচ্ছা সেমাই কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
এসময় কারখানায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই ও মুড়ি তৈরির বিষয়টি নজরে আসে। এছাড়াও কারখানার কর্মচারীদের স্বাস্থ্যসনদ, পরিবেশের ছাড়পত্র, কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের সনদপত্র, ফায়ার সার্ভিসের ছাড়পত্র ও ট্রেড মার্কের লাইসেন্স না থাকায় কারখানার মালিককে ২৫ হাজার টাকা জরিামানা করা হয়।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৯
এমএমইউ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।