এ দিন সকাল ১০টায় মেলাটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে এ উপলক্ষে অয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
জাতীয় পাট দিবসের কেন্দ্রীয় এ অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করবেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এমপি মির্জা আজম।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকতে দাওয়াত দিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মিজানুর রহমান।
দুই দিনব্যাপী পাটপণ্য মেলার সমাপনী অনুষ্ঠান হবে বৃহস্পতিবার (৭ মার্চ)।
এছাড়া পাট দিবস উপলক্ষে বুধবার দেশব্যাপী র্যারি ও আলোচনা সভার আয়োজন থাকছে। আর অতিথিদের নানা আলোচনায় উঠে আসতে পারে পাট নিয়ে সম্ভাবনাময় তথ্য।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৯
টিএ