ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ডুমুরিয়ায় এক বাড়িতে ডাকাতি, আটক ৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, মার্চ ৯, ২০১৯
ডুমুরিয়ায় এক বাড়িতে ডাকাতি, আটক ৩ দোতলার বাড়িটি ও আহত গৃহকর্তা নারায়ণ, ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনার ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া গ্রামের স্থানীয় একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

শুক্রবার (০৮ মার্চ) দিনগত রাত তিনটার দিকে উপজেলার চাকুন্দিয়া গ্রামের দোতলার বাড়ির গ্রিল কেটে এ ডাকাতির ঘটনা ঘটে।

এ ঘটনায় ডাকাতদের ধারালো অস্ত্রের কোপে ওই বাড়ির গৃহকর্তা নারায়ণ রাহা (৭১) গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় জনতা ও পুলিশের সম্মিলিত প্রচেষ্টায় তিন ডাকাতকে আটক করা হয়েছে।

ডাকাতরা পরিবারের সবাইকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ ১১ লাখ টাকার মালামাল লুট করেছে বলে দাবি ভুক্তভোগী আহত গৃহকর্তার।

আহত গৃহকর্তা নারায়ণ বাংলানউজকে জানান, রাতে পাঁচ থেকে ছয়জনের একদল ডাকাত দোতলার জানালার গ্রিল কেটে ঘরে ঢোকেন। তারা পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলেন। পরে দুই বছরের শিশুর গলায় অস্ত্র ধরে আলমারির চাবি নিয়ে নগদ টাকা, স্বর্ণালংকারসহ ১১ লাখ টাকার মালামাল লুট করে যাওয়ার সময় তাকে পিটিয়ে আহত করেন। ডাকাতরা পালানোর সময় পাঁচটি বোমার বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে স্থানীয় জনতা ও পুলিশের সম্মিলিত প্রচেষ্টায় তিন ডাকাতকে আটক করা হয়।

খুলনার ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব বাংলানউজকে জানান, এ ঘটনায় তিন ডাকাতকে আটক করা হয়েছে। ডাকাতদের ধারালো অস্ত্রের কোপে গৃহকর্তা ও স্থানীয় জনতার গণপিটুনিতে দুই ডাকাতের আহত হয়েছেন। আশংকাজনক অবস্থায় দুই ডাকাতকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৩৯ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৯
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।