ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে এলজিইডি কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
না’গঞ্জে এলজিইডি কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন মানববন্ধন কর্মসূচি, ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জসিম উদ্দিনের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন নারায়ণগঞ্জের স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার (১২ মার্চ) সকাল ১১টার দিকে জেলার এলজিইডি ভবনের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন তারা।

বাহুবল উপজেলা ইউএনও জসিম উদ্দিন ক্ষমতার অপব্যবহার করে একই উপজেলার প্রকৌশলী মো. মহিউদ্দিনকে আটক করিয়েছেন।

এর প্রতিবাদে ইউএনও জসিমকে প্রত্যাহার ও তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

মানববন্ধনে অংশ গ্রহণ করেন জেলা নির্বাহী প্রকৌশলী সেলিম সরকার, সিনিয়র সহকারী প্রকৌশলী এবিএম খোরশেদ আহমেদ, সদর উপজেলা প্রকৌশলী আনিসুজ্জামান, বন্দর উপজেলা প্রকৌশলী মো. রাজিউল্লাহ, সোনারগাঁও উপজেলা প্রকৌশলী মো. আলী হায়দার খান, সহকারী প্রকৌশলী মালা বেগমসহ এলজিইডির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।