ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে ৩ বখাটের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৯
না’গঞ্জে ৩ বখাটের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড পুলিশের হাতে আটক বখাটে যুবকেরা, ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ছাত্রীদের উত্ত্যক্ত করার অপরাধে তিন বখাটে যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৮ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক অঞ্জন কুমার সরকার এ রায় দেন।

সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, উপজেলার পানাম এলাকার জিআর ইনিস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের পাশ দাঁড়িয়ে দীর্ঘ দিন ধরে ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছে বখাটেরা।

অভিভাবক ও শিক্ষার্থীদের এমন অভিযোগের ভিত্তিতে সোমবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় ছাত্রীদের ইভটিজিং করায় তিন বখাটেকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।  

দণ্ডপ্রাপ্তদের মধ্যে উপজেলার আমিনপুর এলাকার ছোবহান মিয়ার ছেলে মো. শাহীনকে (২০) তিনমাস, একই এলাকার মাইন উদ্দিনের ছেলে শিমুলকে (২১) চার মাস ও দিঘিরপাড় এলাকার মোক্তার হোসেনের ছেলে মো. আব্দুল্লাহকে (২০) তিন মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।