ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

এসি বিস্ফোরণে স্ত্রীসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা দগ্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
এসি বিস্ফোরণে স্ত্রীসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা দগ্ধ আলমগীর হোসেন ভূঁইয়া ও তার স্ত্রী বিলকিস ফারজানা বেবী।

ঢাকা: রাজধানীর উত্তরায় এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ দম্পতি দগ্ধ হয়েছেন।

সোমবার (১৮ মার্চ) দিনগত রাতে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- রাজধানীর বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলমগীর হোসেন ভূঁইয়া (৫০) ও তার স্ত্রী উত্তরা পশ্চিম থানা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিলকিস ফারজানা বেবী।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন খান বাংলানিউজকে জানান, উত্তরা ৩ নং সেকটরের একটি ভবনে গতরাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এসি বিস্ফোরণে স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তার স্ত্রী দগ্ধ হয়েছেন।

চিকিৎসকের বরাত দিয়ে ওসি আরও জানান, দগ্ধ দুজনের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে তারা আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।  

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
এজেডএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।