ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩১, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সেনাপ্রধানের সঙ্গে ভারতীয় জিওসি-ইন-সি’র সাক্ষাৎ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
সেনাপ্রধানের সঙ্গে ভারতীয় জিওসি-ইন-সি’র সাক্ষাৎ সেনাপ্রধানের সঙ্গে ভারতীয় জিওসি-ইন-সি’র সাক্ষাৎ, ছবি: সংগৃহীত

ঢাকা: সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত ভারতীয় ইষ্টার্ন কমান্ডের জিওসি-ইন-সি লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে।

মঙ্গলবার (১৯ মার্চ) সেনাবাহিনী সদর দফতরে এ সাক্ষাৎ হয়। এসময় তারা পারস্পরিক কুশল বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর বিদ্যমান সম্পর্ক ও সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এর আগে নারাভানে শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদাৎ বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

জিওসি-ইন-সি ইষ্টার্ন কমান্ডের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল  সোমবার (১৮ মার্চ) চারদিনের সফরে বাংলাদেশে আসেন। সফরকালে তিনি নৌ ও বিমানবাহিনী প্রধানের সঙ্গেও সাক্ষাৎ করবেন। একইসঙ্গে বাংলাদেশের বিভিন্ন সামরিক-অসামরিক স্থাপনা ও প্রতিষ্ঠান পরিদর্শন করবেন তিনি।

২২ মার্চ প্রতিনিধি দলটির দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
এমআরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।