ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জবিতে ২ দিনব্যাপী সংগীত উৎসব শুরু বুধবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
জবিতে ২ দিনব্যাপী সংগীত উৎসব শুরু বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সংগীত বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী ‘তৃতীয় সংগীত উৎসব-২০১৯’ শুরু হতে যাচ্ছে বুধবার (২০ মার্চ)। 

বিশ্ববিদ্যালয়টির বিজ্ঞান ভবন চত্বরের এ সংগীতানুষ্ঠানে দেশি-বিদেশি বরেণ্য শিল্পীদের সংগীত পরিবেশনসহ জবি ছাত্রছাত্রী ও শিক্ষকদের পরিবেশনা, নৃত্যনাট্য, সেমিনার ও সম্মাননা দেওয়া হবে।

আয়োজকরা জানিয়েছেন, বুধবার সকাল ১১টায় বিজ্ঞান ভবন চত্বরে উৎসবটির উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস, ট্রেজারার অধ্যাপক সেলিম ভূঁইয়া এবং ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়াল।

উদ্বোধনী পর্বে সংগীত বিভাগের চেয়ারম্যান ও সংগীত উৎসব কমিটির আহ্বায়ক অণিমা রায়ের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেবেন সংগীত বিভাগের সহকারী অধ্যাপক আলী এফএম রেজোয়ান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের পরিবেশনা।

এরপর দুপুর আড়াইটায় সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে সংগীত পরিবেশন করবেন রথীন্দ্রনাথ রায়, খায়রুল আনাম শাকিল, ফেরদৌস আরা, তপন চৌধুরী, অদিতি মহসীন, অভিজিত কু- (ধ্রুপদ), সরকারি সংগীত মহাবিদ্যালয়, জীমন কার্সপেল (ভিউলা, জার্মানি) এবং সংগীত বিভাগ, জবির ছাত্রছাত্রী ও শিক্ষক। সংগীত বিভাগের বিশেষ নিবেদন রবীন্দ্র নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’।

সংগীত উৎসবের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ১১টায় বিজ্ঞান ভবন চত্বরেই আবার কর্মসূচি শুরু হবে। এ দিন সকাল ১১টায় সংগীত বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অধ্যাপক ড. অসিত রায়।

এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (ময়মনসিংহ) সাবেক অধ্যাপক ড. আবাম নুরুল আনোয়ার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম।

সেমিনারে সভাপতিত্ব করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

দুপুর সাড়ে ১২টায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী ও রবীন্দ্র সংগীতশিল্পী মিতা হককে সম্মাননা দেওয়া হবে। এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ছাত্রছাত্রীর অংশগ্রহণে সংগীত পরিবেশনা অনুষ্ঠিত হবে।

সবশেষ দুপুর আড়াইটায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন দেশ বরেণ্য শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, সুবীর নন্দী, কিরণ চন্দ্র রায়, লাইসা আহমেদ লিসা, মোহাম্মদ শোয়েব, রাজরূপা চৌধুরী (সরোদ), স্বাগতা মুখার্জী (শাস্ত্রীয়সংগীত, ভারত), সুপ্রিয়া দাশ (শাস্ত্রীয় সংগীত), বিট্টু নৃত্যগোষ্ঠী (ভারত), শুষেণ রায় (তবলা)। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ছাত্রছাত্রী ও শিক্ষকদের পরিবেশনা হবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
কেডি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।