এ দাবিতে শনিবার (৩০ মার্চ) সকালে ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকেরা।
সংগঠনের সভাপতি মাওলানা হাফেজ কাজী ফয়েজুর রহমান বলেন, ১৯৯৪ সালে একই পরিপত্রে রেজিস্ট্রার বেসরকারি প্রাইমারি ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের বেতন ৫০০ টাকা নির্ধারণ করা হয়।
‘প্রাথমিক বিদ্যালয়ের মতো সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরকারি একই সিলেবাসে মাদরাসায় শিক্ষার্থীদের পাঠদান করা হয়। অথচ মাস শেষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা ২২ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত বেতন পান। আর ইবতেদায়ি মাদরাসার শিক্ষকেরা তেমন কোনো বেতন ভাতা পান না। এভাবেই বছরের পর বছর শিক্ষকতা করে আসছেন আসছেন তারা। ’
সংগঠনের মহাসচিব কাজী মোখলেসুর রহমান বলেন, দেশের ১ হাজার ৫১৯টি ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের মধ্যে প্রধান শিক্ষক সর্বসাকুল্যে ২ হাজার ৫০০ টাকা এবং সহকারী শিক্ষক ২ হাজার ৩০০ টাকা ভাতা পান। যা খুবই অপ্রতুল। গত ৩৪ বছর ধরে নিবন্ধন পাওয়া বাকি মাদরাসাগুলোর শিক্ষকেরা কোনো বেতন ভাতা পান না।
তিনি বলেন, আমরা শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের দুর্দশা লাঘবে নিবন্ধনপ্রাপ্ত ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি জানাই। অন্যথায় আমাদের অবস্থান ধর্মঘট চলবে।
কর্মসূচিতে ইবতেদায়ী মাদরাসার শিক্ষকেরা যোগ দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯
এমএইচ/এমএ