ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তার দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তার দাবিতে মানববন্ধন শিশুদের জন্য ফাউন্ডেশনের মানববন্ধন। ছবি: বাংলানিউজ

ঢাকা: স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তার দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছে শিশুদের জন্য ফাউন্ডেশন। একইসঙ্গে অগ্নিকাণ্ড ও সড়ক দুর্ঘটনায় সাধারণ মানুষ এবং শিশু মৃত্যুর প্রতিবাদও জানায় তারা। 

রোববার (৩১ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে এসব প্রতিবাদ জানায় সংগঠনটি।

শিশুদের জন্য ফাউন্ডেশনের চেয়ারম্যান মুঈদ হাসান তড়িৎ বলেন, সম্প্রতি অগ্নিকাণ্ডে চকবাজারের চুড়িহাট্টায় ৮১ জন ও বনানী এফআর টাওয়ারে ২৬ জনের প্রাণহানি ঘটে।

এছাড়া প্রায়ই সড়কে সাধারণ মানুষ ও শিশু মৃত্যুর ঘটনা ঘটছে। আর কোনো সাধারণ মানুষ যেন প্রাণ না হারান এ দাবি নিয়ে আজ আমরা রাজপথে এসেছি।

তিনি বলেন, মানুষের জীবনের নিরাপত্তা ও সড়ক নিরাপদ করতে না পারলে সরকারের সব উন্নয়ন ম্লান হয়ে যাবে। যাদের জন্য উন্নয়ন তারা যদি রাস্তায় এসে লাশ হয়ে ঘরে ফিরে যান, তাহলে এতোসব উন্নয়নের লাভ কি। আমরা আর কোনো অস্বাভাবিক মৃত্যু দেখতে চাই না, স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই।

এসময় মানববন্ধন থেকে বেশ কিছু দাবিও জানানো হয়। দাবিগুলোর মধ্যে ছিল- সারাদেশে বহুতল ভবনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করতে হবে, অগ্নিকাণ্ড মোকাবেলায় জনগণকে প্রশিক্ষণ দিতে হবে, চালকের লাইসেন্স দেওয়ার আগে তার শারীরিক ও মানসিক বিষয় পরীক্ষা করে সনদ দিতে হবে।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন- সংগঠনটির সম্বয়কারী রাইয়ান রহমান তানিম, ইফতেখার আমিন শয়ন, আলিফ আহমেদ, অধরা লিজু, জামসেদুর সজিব প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
ইএআর/এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।