ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘গণতন্ত্র এখন ক্ষমতা-নির্বাচনতন্ত্রে পরিণত হয়েছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৯
‘গণতন্ত্র এখন ক্ষমতা-নির্বাচনতন্ত্রে পরিণত হয়েছে’ গোলটেবিল আলোচনা। ছবি: বাংলানিউজ

ঢাকা: দেশের মানবাধিকার এখন কোনোভাবে টিকে আছে। তবে গণতন্ত্র এখন ক্ষমতার লড়াইয়ে ও নির্বাচনতন্ত্রে পরিণত করা হয়েছে।

সোমবার (০১ এপ্রিল) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ফ্রি থিংকার্স ফাউন্ডেশন(এফটিএফ) ‘গণতন্ত্র ও মানবাধিকার: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এসব অভিযোগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক।

অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেন, আজ দেশের স্বনামধন্য নির্বাচন কমিশন নিন্দিত অবস্থায় চলে গেছে।

গণতন্ত্র এখন ভয়ানক খারাপ অবস্থায় আছে। সেখানে ভোটের অধিকার নেই। রাজনীতি হয়ে গেছে রাজনৈতিক দল ছাড়া।

তিনি বলেন, রাজনীতি দলগুলো এখন গণতন্ত্রকে বাদ দিয়ে শুধু নির্বাচন নির্বাচন বলে চিৎকার করছে। গণতন্ত্র এখন ক্ষমতার লড়াইয়ে ও নির্বাচনতন্ত্রে পরিণত করা হয়েছে। গণতন্ত্রকে বাঁচাতে হলে এ অবস্থার উত্তরণ খুবই দরকার।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, গত ৩০ ডিসেম্বর নির্বাচনের নামে একটা নাটক রচনা করা হয়েছিলো। রাতের আধারে সিল মেরে ব্যালটভর্তি করা হয়েছিলো। অথচ জনগণ সেদিন তাদের ভোটযুদ্ধে অংশ নিতে প্রস্তুত ছিলো। কিন্তু জনগণের ভোটকে তারা চুরি করে ক্ষমতায় আসে।

তিনি বলেন, সংলাপে প্রধানমন্ত্রী বলছিলেন একবার আমার ওপর বিশ্বাস রাখুন, সুষ্ঠু ভোট হবে। জনগণও কিন্তু ভোটের বিপ্লবে দিকে যাচ্ছিলো।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা আবু নাসের রহমতুল্লাহ, এমএ হালিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৯
ইএআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ