সোমবার (১ এপ্রিল) সাতক্ষীরার শ্যামনগরের বুড়িয়োগালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ে মধু আহরণ মৌসুম উদ্বোধন করা হয়।
সুন্দরবন পশ্চিম বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জের আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি ছিলেন খুলনা বিভাগীয় বন কর্মকর্তা রশিরুল-আল-মামুন।
অনুষ্ঠানে জানানো হয়, সোমবার (১ এপ্রিল) থেকে ১৫ জুন পর্যন্ত মধু আহরণ মৌসুম চলবে। চলতি মৌসুমে সাতক্ষীরা রেঞ্জে ৩ হাজার মন মধু ও এক হাজার মন মোম আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও অনুষ্ঠানে বক্তারা বনজীবীদের বিজ্ঞানসম্মত উপায়ে মধু আহরণের আহবান জানান।
অতিথিরা অনুষ্ঠান শেসে সুন্দরবনের কলাগাছিয়া গিয়ে মৌচাক কেটে মধু আহরণ মৌসুম উদ্বোধন করেন।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৯
এমএমইউ