ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

উন্নত জাতের প্রাচীন তুলার সন্ধান পেয়েছেন রাবির গবেষকদল 

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৯
উন্নত জাতের প্রাচীন তুলার সন্ধান পেয়েছেন রাবির গবেষকদল  বাম থেকে সন্ধান পাওয়া উন্নতমানের তুলা ও গরেষক দলের দুই সহকারী

রাবি: দেশের দক্ষিণ উপকূলের জেলা বাগেরহাটে উন্নত জাতের প্রাচীন তুলার সন্ধান মিলেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একদল গবেষক মাঠপর্যায়ে অনুসন্ধানে মিসরের প্রাচীন জাতের এ তুলার অস্তিত্ব খুঁজে পেয়েছেন। এছাড়াও গবেষকদলের অনুসন্ধানে দেশের প্রাচীন কয়েকটি তুলার জাতের সন্ধান মিলেছে।

তুলাটির বৈজ্ঞানিক নাম- গসিপিয়াম বারবাডেন্স (Gossypium Barbadence)। এ জাতের তুলা বেশ উন্নতমানের।

এর উৎপাদনও অন্য তুলার তুলনায় বেশি। এর আকার বড়, আঁশ লম্বা ও মাজ উন্নত।

মসলিন তৈরির প্রযুক্তি পুনরুদ্ধার প্রকল্পের আওতায় গবেষণা করতে গিয়ে মাঠপর্যায়ে অনুসন্ধানে বাগেরহাটের একটি গ্রামে এ তুলার সন্ধান পান গবেষকরা।  

গবেষণা প্রকল্পের প্রধান বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মনজুর হোসেন।  

গত বছরের ডিসেম্বরে বাগেরহাট থেকে তুলার জাতটি সংগ্রহ করা হয়।

অধ্যাপক ড. মনজুর হোসেন বলেন, সাধক ও ইসলাম ধর্মের প্রচারক খানজাহান আলী (র.) ১৪ শতকের সমসাময়িককালে যখন এদেশে আসেন সে সময় তুলার এ জাতটি সঙ্গে করে নিয়ে আসেন বলে আমাদের ধারণা। ইরাকের মসুল শহরে প্রচুর পরিমাণ তুলার চাষ হতো। এ অঞ্চলে মসলিন কাপড় যারা তৈরি করেছেন তাদের অধিকাংশই মসুলের লোক। সে জাতের মধ্যে একটি হয়তো এখনো রয়ে গেছে।

তিনি আরও বলেন, অন্য তুলার তুলনায় এটি অনেক উন্নত। এ তুলা দিয়ে তৈরি কাপড় অনন্য। মাঠপর্যায়ে গবেষণায় এ তুলা ছাড়া আরও কয়েকটি প্রাচীন জাতের তুলার সন্ধান মিলেছে।
 
তুলার নমুনা সংগ্রহকালে গবেষকদলের সঙ্গে ছিলেন-বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান রফিকুল ইসলাম, রাবির ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সের পরিচালক অধ্যাপক ড. ফিরোজ আলম ও গবেষক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান।  

রাবির উদ্ভিদ বিজ্ঞান বিভাগের মার্স্টাসের শিক্ষার্থী নাঈমা ও আফরিন এ গবেষণায় সহযোগী হিসেবে কাজ করেছেন।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।