ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে পাথর কোয়ারিতে ১৬ বোমা মেশিন ধ্বংস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৯
সিলেটে পাথর কোয়ারিতে ১৬ বোমা মেশিন ধ্বংস বোমা মেশিন মেশিন ধ্বংস করা হয়

সিলেট: সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে অভিযান চালিয়ে ৫শ’ ফুট পাইপসহ ৯টি বোমা মেশিন ও ৭টি লিস্টার মেশিন ধ্বংস করা হয়েছে। 
 

বুধবার (০৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিজিবি, পুলিশ, রেলওয়ে নিরাপত্তারক্ষী বাহিনীর সদস্যদের নিয়ে ভোলাগঞ্জ, কালাইরাগ, দয়ারবাজার, লিলাইবাজার কোয়ারি এলাকায় অভিযান পরিচালিত হয়। টাস্কফোর্সের অভিযানে ১৬টি বোমা ও লিস্টার মেশিন এবং প্রায় ৫শ’ ফুট পাইপ আগুন দিয়ে ধ্বংস করা হয়।


 
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি। তিনি বলেন, পরিবেশ বিধ্বংসী বোমা মেশিনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে।
 
বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৯
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।