ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে মর্টার সেল উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৮ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৯
গোবিন্দগঞ্জে মর্টার সেল উদ্ধার

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত একটি মর্টার সেল উদ্ধার করা হয়েছে।

রোববার (৭ এপ্রিল) রাতে উপজেলার কামারদহ ইউনিয়নের চাপরীগঞ্জ থেকে মর্টার সেলটি উদ্ধার করা হয়।  

স্থানীয়রা জানান, চাপরীগঞ্জের ব্যাপারী পাড়ার মাছুদুর রহমানের ছেলে আলামিন বৃহস্পতিবার তার পুকুর খনন করছিলেন।

এসময় তিনি একটি মর্টার সেল দেখতে পান। পরে পুকুর মালিক বিষয়টি গোপন রেখে উদ্ধার হওয়া মর্টার সেলটি তার ঘরে রেখে দেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদি হাসান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পরে ওই পুকুরের মালিক আলামিনের বাড়ি থেকে মর্টার সেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

বাংলাদেশ সময়: ০২০৭ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।