ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ভিওআইপি ডিভাইসসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
গাজীপুরে ভিওআইপি ডিভাইসসহ আটক ১ র‌্যাবের হাতে আটক মিজানুর রহমান। ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুর থেকে বিপুল পরিমাণ ভিওআইপি ডিভাইসসহ মিজানুর রহমান (৩৮) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

মঙ্গলবার (০৯ এপ্রিল) বিকেলে র‌্যাব-১ অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীকে আটক করে।

আটক মিজানুর রহমান গাজীপুরের কাপাসিয়া থানার নামিলা এলাকার আব্দুল মান্নানের ছেলে।

গাজীপুরের র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন দক্ষিণ তেলিপাড়া এলাকায় মো. মমিন মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন মিজানুর রহমান। গত দুই বছর ধরে তিনি ওই বাসায় অবৈধভাবে ভিওআইপি ডিভাইস স্থাপন করে ব্যবসা পরিচালনা করে আসছেন। মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে মো. মিজানুরকে আটক করা হয়। পরে তার ভাড়া বাসায় তল্লাশি করে ১৬ পোর্ট বিশিষ্ট ১টি সিম বক্স, ৮ পোর্ট বিশিষ্ট ৫টি সিম বক্স, ৪টি মডেম, ১টি টিপি রাউটার, ১টি কম্পিউটার, ১টি ইউপিএস, ১টি মোবাইল, ১টি পোর্টেবল সিডি ড্রাইভ, ৭টি সিম বক্সের চার্জার, টেলিটক ও এয়ারটেলের ৩৪৩টি সিম কার্ড জব্দ করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ০৪২০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৯
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।