ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক জ্বালানি ব্যবসায়ীদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক জ্বালানি ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক জ্বালানি ব্যবসায়ীদের

খুলনা: জ্বালানি তেল বিক্রয়ের প্রচলিত কমিশন কমপক্ষে সাড়ে সাত শতাংশ দেওয়াসহ ১৫ দফা দাবিতে আগামী মঙ্গলবার (১৬ এপ্রিল) থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে খুলনা বিভাগসহ বৃহত্তর ফরিদপুর জেলার সকল ট্যাংকলরি মালিক-শ্রমিক ও জ্বালানি তেল ব্যবসায়ীরা।

সূত্র জানিয়েছে, ধর্মঘট চলাকালে তেল উত্তোলন বিপণন ও পরিবহন বন্ধ থাকবে।  

খুলনা জ্বালানি তেল পরিবেশক সমিতির অফিস সচিব সরোজ দাস পিন্টু বাংলানিউজকে জানান, ১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে গত ২৫ ফেব্রুয়ারি খুলনা বিভাগসহ বৃহত্তর ফরিদপুর জেলার সকল ট্যাংকলরি মালিক-শ্রমিক ও জ্বালানি তেল ব্যবসায়ীদের বৈঠক অনুষ্ঠিত হয়।

সেই বৈঠক থেকে ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়।

যা মন্ত্রণালয়কে অবহিত করা হয়। মন্ত্রণালয় চিঠি পেয়ে তেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করার জন্য ১০ জনের নামের তালিকা চেয়ে পাঠালেও পরে আর কোনো আলোচনাই হয়নি। এতে গত ৩০ মার্চ আবারও বৈঠকে বসেন তেল ব্যবসায়ীরা। সেই বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী ১৬ এপ্রিল থেকে তেল উত্তোলন বিপণন ও সরবরাহ বন্ধ রাখার। ১৫ দফা দাবির মধ্যে রয়েছে জ্বালানি তেল বিক্রির প্রচালিত কমিশন কমপক্ষে ৭ দশমিক ৫ শতাংশ করতে হবে। জ্বালানি তেল বিক্রির কমিশন এজেন্ট নাকি উৎপাদনকারী প্রতিষ্ঠান? বিষয়টি সুনিশ্চিত করতে হবে। প্রিমিয়াম পরিশাধ সাপেক্ষে ট্যাংকলরি শ্রমিকদের পাঁচ লাখ টাকা দুর্ঘটনা বিমা প্রথা চালু করতে হবে। ট্যাংকলরি ভাড়া বাড়াতে হবে। পেট্রোল পাম্পের জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের লাইসেন্স গ্রহণ বাতিল করতে হবে। পেট্রোল পাম্পের জন্য পরিবেশ অধিদফতরের লাইসেন্স গ্রহণ বাতিল করতে হবে। পেট্রোল পাম্পের অতিরিক্ত পাবলিক টয়লেট, জেনারেটর স্টোর ও ক্লিনার নিয়োগের বিধান বাতিল করতে হবে। সড়ক ও জনপথ বিভাগে কর্তৃক পেট্রোল পাম্পের প্রবেশ দ্বারের ভূমির জন্য ইজারা গ্রহণ প্রথা বাতিল করতে হবে।

বাংলাদেশ সময়: ০৮০০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
এমআরএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।