ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাগুরা-মহম্মদপুর সড়কের ১৬ কিলোমিটার যেন মরণফাঁদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
মাগুরা-মহম্মদপুর সড়কের ১৬ কিলোমিটার যেন মরণফাঁদ প্রায়ই দূর্ঘটনার শিকার হচ্ছেন স্থানীয়রা-ছবি: বাংলানিউজ

মাগুরা: মাগুরা জেলা সদর থেকে মহম্মদপুর উপজেলা সদর পর্যন্ত ২৬ কিলোমিটার রাস্তার মধ্যে ১৬ কিলোমিটারের দীর্ঘদিনের বেহাল দশায় অতিষ্ট হয়ে উঠেছে স্থানীয়রা।  বিনোদপুর থেকে মহম্মদপুর পর্যন্ত ১৬ কিলোমিটার রাস্তার পুরোটাই পিচ, বালু, খোয়া উঠে গিয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ভাঙাচোরা এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন স্থানীয়রা। ইতিমধ্যে প্রাণহানিসহ বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে।  ফলে যানবাহন চালকসহ সাধারণ যাত্রীদের কাছে এটি এখন মরণফাঁদ। দ্রুত রাস্তা নির্মাণ না হলে আসন্ন বর্ষায় চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে রাস্তাটি।

সড়ক বিভাগের তথ্যমতে, ২০১৩-১৪ অর্থবছরে ৩৩ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে এ সড়ক পাকা করা হয়। তবে বছর যেতে না যেতেই এ সড়কের পিচ, ইট, বালু, খোয়া উঠে যায়।

পরবর্তীতে জোড়াতালি দিয়ে কিছু মেরামত কাজ করা হলেও দীর্ঘ দু-তিন বছরে এ রাস্তাটি সংস্কার বা পুননির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি। ফলে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্তমানে মহম্মদপুর থেকে মাগুরা জেলা সদরে যাতায়াতের এ সড়কটিতে বড়-বড় গর্তের সৃষ্টি হয়েছে।

মহম্মদপুরের আউনাড়া এলাকার সবিতা রানী, ওমেদপুরের মহসিন মোল্যাসহ একাধিক ব্যক্তি ক্ষোভের সঙ্গে বলেন, দীর্ঘ দুই বছরের বেশি সময় রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়লেও স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্নিষ্ট কর্তৃপক্ষ তা মেরামতের কোনো উদ্যোগ নিচ্ছেন না। যে কারণে এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে তারা দুর্ভোগে পড়ছেন। প্রায়ই দূর্ঘটনা ঘটছে।  রোগী নিয়ে তারা জেলা সদরে যেতে সীমাহীন ভোগান্তিতে পড়ছেন। মহম্মদপুর থেকে একদিন মাগুরা যাতায়াত করলে দুদিন বাড়িতে শুয়ে বিশ্রাম নিতে হচ্ছে। মাগুরা থেকে মহম্মদপুর মাত্র ২৬ কিলোমিটার পথ যেতে দুই থেকে আড়াই ঘণ্টা সময় লেগে যাচ্ছে। দ্রুত রাস্তা মেরামত বা পুননির্মাণ না করা হলে আগামী বর্ষায় চরম ভোগান্তির আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

দৃপ্তি বিশ্বাস, প্রভাষ কুমার, আনিসুর রহমানসহ বেশ কিছু স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সাথে কথা বললে তারা জানান, প্রতিদিন ভাঙাচোরা রাস্তা দিয়ে বিভিন্ন যানবাহনে স্কুলে যাতায়াত করতে গিয়ে তারা অসুস্থ হয়ে পড়ছেন। যে কারণে তাদের লেখাপড়া বাধাগ্রস্ত হচ্ছে। সম্প্রতি সময়ে ভাঙাচোরা রাস্তার কারণে সড়ক দূর্ঘটনায় এক স্কুল শিক্ষার্থীসহ একাধিক ব্যক্তি নিহত ও আহত হয়েছেন।

বাসচালক মইনুল ইসলামসহ একাধিক ইজিবাইক ও ভ্যানচালক বলেন, ভাঙাচোরা রাস্তা দিয়ে গাড়ি চলতে গিয়ে তাদের যানবাহন যেমন ভেঙে নষ্ট হচ্ছে, তেমন তাদের শরীরের ওপর ধকল যাচ্ছে। তবু পেটের দায়ে বাধ্য হয়ে এ সড়ক দিয়ে তারা যানবাহন চালাচ্ছেন।

মাগুরা সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশরী মো: কাফি হোসেন বলেন, মাগুরা-মহম্মদপুর সড়কের অবস্থা খুবই খারাপ। এ সড়কের কাজের সিএস মন্ত্রণালয়ে রয়েছে। অনুমোদন পেলে ঠিকাদার নিয়োগ করে কাজ শুরু করা হবে।

বাংলাদেশ সময়: ০৬২৩ ঘণ্টা, ১২ এপ্রিল, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।