ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহী বিভাগের ২৭ উপজেলা চেয়ারম্যানের শপথ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
রাজশাহী বিভাগের ২৭ উপজেলা চেয়ারম্যানের শপথ

রাজশাহী: প্রথম ধাপে অনুষ্ঠিত রাজশাহী বিভাগের ৮ জেলার ২৭টি উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন। 

শনিবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় রাজশাহী শিল্পকলা একাডেমিতে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। শপথবাক্য পাঠ করান রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান।

 

এদিকে, বিভাগের ৮ জেলার মধ্যে রাজশাহীর গোদাগাড়ী থেকে নির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, তানোরে লুৎফর হায়দার রশীদ ময়না, পুঠিয়ায় জিএম হিরা বাচ্চু, বাগমারায় অনিল কুমার সরকার, দুর্গাপুরে নজরুল ইসলাম, চারঘাটে ফকরুল ইসলাম, বাঘায় লায়েব উদ্দিন লাভলু ও মোহনপুরে আবদুস সালাম শপথ নেন।  

শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি।  

উল্লেখ্য, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে রাজশাহীর ৮ উপজেলায় গত ১০ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে এবার মোট ২৭টি উপজেলায় ভোটগ্রহণ করা হয়। এতে ২৭ জন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। বিভাগের ৮ জেলার মধ্যে রাজশাহী জেলায় ৮ জন, জয়পুরহাটে ৫ জন, সিরাজগঞ্জে ৮ জন ও নাটোরে ৬ জন মিলে ২৭ জন চেয়ারম্যান নির্বাচিত হন।  

রাজশাহীর ৯ উপজেলার মধ্যে- মোহনপুর, তানোর, দুর্গাপুর, গোদাগাড়ী, বাঘা, পুঠিয়া, চারঘাট ও বাগমারায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সীমানা জটিলতায় রাজশাহীর পবা উপজেলার ভোটগ্রহণ স্থগিত করেন উচ্চ আদালত।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।