ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সোহরাওয়ার্দীর মুক্তমঞ্চে বৈশাখী বিনোদনে নগরবাসী 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৯
সোহরাওয়ার্দীর মুক্তমঞ্চে বৈশাখী বিনোদনে নগরবাসী 

ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। লাঠি খেলা, অ্যাক্রোবেটিক প্রদর্শনী, নাচ, গান, একক অভিনয় আর নৃত্যকলা পরিবেশনের মাধ্যমে বৈশাখী বিনোদন দেওয়া হচ্ছে নগরবাসীকে। 

রোববার (১৪ এপ্রিল) সকালে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

অনুষ্ঠান প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, মন মাতানো বাংলা সংগীত দিয়ে মন কাড়ছেন দর্শকদের।

একের পর এক গান পরিবেশন করছেন শিল্পীরা। গানের ফাঁকে ফাঁকে চলছে লাঠি খেলা, অ্যাক্রোবেটিক প্রদর্শনী, নাচ, একক অভিনয় আর নৃত্যকলা পরিবেশন। তীব্র রোদ উপেক্ষা করে দর্শকরা গ্যালারিতে বসে উপভোগ করছেন এ অনুষ্ঠান। তাদের অনেকেই পরিবার নিয়ে এসেছেন অনেকেই এনেছেন বন্ধু। তাদের মতে, কর্মযজ্ঞ ব্যস্ত নগরীতে জীবনকে একটু বিনোদন দিতে অনুষ্ঠানে আসা।

বিন্তি বালা পরিবার নিয়ে মুক্তমঞ্চের অনুষ্ঠান উপভোগ করছেন। তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালির উৎসব। বিশ্বের বাংলা ভাষাভাষিরা নানা ধরনের অনুষ্ঠান আর খাবারের আয়োজন করে থাকে। আমরাও সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে এসেছি। বাঙালির অনেক অনুষ্ঠানের সঙ্গে বছরের এ দিনে উপভোগের সুযোগ পায়।

শম্পা ঘোষ নামে অপর এক দর্শক বলেন, গ্রামের ঐতিহ্যকে এখানে এনে পরিবেশন করা হচ্ছে। এ ধরনের অনুষ্ঠানের জন্য শিল্পকলা একাডেমিকে ধন্যবাদ জানাই।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৯ 
ইএআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।