ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নড়াইলে জেলা পরিষদ চেয়ারম্যানসহ ৯ জনের দণ্ড 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
নড়াইলে জেলা পরিষদ চেয়ারম্যানসহ ৯ জনের দণ্ড 

নড়াইল: ইজারা সংক্রান্ত দুর্নীতির মামলায় নড়াইল জেলা পরিষদের বর্তমান চেয়ারম্যানসহ ৯ জনকে ৬ লাখ ৬৭ হাজার ১২০ টাকা জরিমানা করেছেন আদালত। একই সঙ্গে আদালত চলাকালীন আসামিদের কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখার সাজাও দেওয়া হয়।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে যশোর জজ কোর্টের বিশেষ আদালতের বিচারক শেখ ফারুক হোসেন এ রায় দেন।

মামলার আসামিরা হলেন- জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, নড়াইল পৌরসভার সাবেক কাউন্সিলর খন্দকার আল মুনসুর বিল্লাহ, কাউন্সিলর শরফুল আলম লিটু, কাউন্সিলর সৈয়দ মুশফিকুর রহমান বাচ্চু, কাউন্সিলর কাজল লতা, সহকারী প্রকৌশলী আজিজুর রহমান, ইজারাদার এইচ এম পলাশ, রুবেল মোল্লা ও তৌফিকুর রহমান।

 

মামলার বিবরণে জানা যায়, পৌরসভার একটি বাসস্ট্যান্ড ইজারায় অনিয়মের অভিযোগে ১০ জনকে আসামি করে ২০০৮ সালের ৮ আগস্ট নড়াইল সদর থানায় দুর্নীতি দমন কমশিন (দুদক) মামলা দায়ের করেন। ওই মামলায় ২০১৭ সালে আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা হয়। পরে আসামিরা সাজার বিরুদ্ধে আপিল করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের যশোর কোর্ট পরিদর্শক কৃষ্ণপদ বিশ্বাস বলেন, মামলার আসামি নড়াইল জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাসসহ ৯ জনকে আদালত চলাকালীন সাজা দেওয়া হয়েছে এবং ৬ লাখ ৬৭ হাজার ১২০ টাকা জরিমানা করা হয়েছে।

এ মামলায় ১০ জন আসামির মধ্যে একজন আগেই মারা গেছেন।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।