প্রতিযোগিতায় বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক দল সর্বমোট ৮১০ পয়েন্টের মধ্যে ৭৪০ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং বিমান বাহিনী ঘাঁটি বাশার দল ৭২০ পয়েন্ট পেয়ে রানার আপ হয়েছে।
বিমান বাহিনী ঘাঁটি বাশার দলের স্কোয়াড্রন লিডার মো. লায়নুজ্জামান নোমান রাইফেল ফায়ারিংয়ে ১৪৯ এবং পিস্তল ফায়ারিংয়ে ১১৪ পয়েন্ট পেয়ে সার্বিকভাবে সেরা শুটার বিবেচিত হয়েছেন।
সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল মো. আবুল বাশার প্রধান অতিথি হিসেবে সমাপনী দিনের ইভেন্ট প্রত্যক্ষ করেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এর আগে গত ২৪ এপ্রিল স্থানীয় ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার কমডোর মো. জাহিদুর রহমান প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিমান সদর ও ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৯
আরবি/