শুক্রবার (২৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আমলি আদালতের বিচারক ধ্রুব জ্যোতি পাল এ আদেশ দেন। পরে তাকে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়।
এর আগে আসামি শাকিলকে আদালতে হাজির করে পিবিআই। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে গোপন খবরের ভিত্তিতে ফেনী শহরের উকিলপাড়ার একটি বাসা থেকে শাকিলকে গ্রেফতার করে পিবিআই এর একটি দল।
শাকিল সোনাগাজীর চরচান্দিয়া ইউনিয়নের উত্তর চরচান্দিয়া গ্রামের প্রবাসী রুহুল আমিনের ছেলে।
গত ১৪ এপ্রিল নুসরাত হত্যা মামলার আসামি নূর উদ্দিন ও শাহাদাত হোসেন শামীমের আদালতে স্বীকারোক্তিতে জানান, মাদ্রাসার ছাদে নুসরাতের গায়ে আগুন দেয়ার সময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী শাকিল নিচে মাদ্রাসার গেট পাহারার দায়িত্বে ছিল।
এ মামলা এজাহারভুক্ত আসামি ৮ জনই গ্রেফতার হয়েছে। মামলাটিতে এখন পর্যন্ত ২ নারীসহ ২১জনকে গ্রেফতার করা হয়। আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন ৮জন।
আর তাদের স্বীকারোক্তি অনুযায়ী নুসরাত হত্যাকাণ্ডে জড়িত যাদের নাম এসেছে তাদের মধ্যে একমাত্র শাকিলই গ্রেফতারের বাকি ছিল বলে জানান এ মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক মো. শাহ আলম।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৯
এমএ/