বরিশাল: বরিশাল শহরে অভিযান চালিয়ে পাঁচ লাখ চিংড়ির রেণুপোনাসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) সকালে শহরের সিঅ্যান্ডবি রোডের চৌমাথা এলাকায় কোতোয়ালি থানা পুলিশ ও মৎস্য অধিদফতর বরিশাল কার্যালয় যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
জেলা মৎস্য অফিসের কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস বাংলানিউজকে জানান, ট্রাকযোগে গলাচিপা থেকে বাগদা ও গলদা চিংড়ির রেণুপোনাগুলো খুলনার উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিলো।
গোপন সংবাদের ভিত্তিতে সকালে ট্রাকসহ রেণুপোনাগুলো চৌমাথা এলাকা থেকে জব্দ করা হয়। পাশাপাশি রেণুপোনা পাচারের সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
এমএস/আরবি/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।