ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢামেকে চাকরি স্থায়ীকরণের দাবিতে অবস্থান কর্মসূচি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, মে ৫, ২০১৯
ঢামেকে চাকরি স্থায়ীকরণের দাবিতে অবস্থান কর্মসূচি অবস্থান কর্মসূচিতে বার্ন ইউনিটের কর্মীরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের অস্থায়ী কর্মচারীরা চাকরি স্থায়ীকরণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন।

রোববার (৫ মে) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বার্ন ইউনিটের চতুর্থ তলায় সমন্বয়ক ডা. সামন্ত লাল সেনের কক্ষের সামনে তারা এ অবস্থান কর্মসূচি পালন করেন। এতে অংশ নেওয়া কর্মচারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের কর্মচারী জীবন মিয়া বাংলানিউজকে বলেন, আমরা বার্ন ইউনিট প্রতিষ্ঠা হওয়ার পর থেকে অস্থায়ী কর্মচারী হিসেবে ও বিনা বেতনে কাজ করে আসছি। দীর্ঘদিন ধরে চাকরি স্থায়ীকরণের দাবি করে আসছি। এর আগেও কয়েক দফায় আন্দোলন, কর্মসূচি করেছি। আশ্বাস দিয়েও কোনো সমাধান না হওয়ায় রোববার অবস্থান কর্মসূচি পালন করেছি। আগামীকালও  এ কর্মসূচি পালন করা হবে।

ঢামেক বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বাংলানিউজকে বলেন, গত ১০ বছর ধরে তাদের স্থায়ী চাকরির জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। তাদের কর্মসূচি যৌক্তিক। তাদের সঙ্গে রোববারও কথা বলেছি। বলেছি আমরা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকছে না। রোববারের কর্মসূচির বিষয়টি নিয়ে আবারও আমরা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবো।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, মে ০৫, ২০১৯
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।