ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে রেড ক্রিসেন্ট দিবসে র‍্যালি ও আলোচনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, মে ৮, ২০১৯
পটুয়াখালীতে রেড ক্রিসেন্ট দিবসে র‍্যালি ও আলোচনা রেড ক্রিসেন্ট দিবসে র‍্যালি

পটুয়াখালী:❤Love’ প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (০৮ মে) সকাল ৯টায় পটুয়াখালী ইউনিটের উদ্যোগে পুরাতন ফৌজদারি পুল থেকে একটি র‌্যালি বের হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয় এবং ইউনিট কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়।

 

র‌্যালি শেষে আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ইউনিটের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন।

যুব ইউনিটের যুব প্রধান মাকসুদুর রহমানের সভাপতিত্বে সাবেক যুবপ্রধান মাহমুদুল আলম সজীব, ডেপুটি যুব প্রধান সজীব শিকদার, বিভিন্ন বিদ্যালয়ের যুব রেড ক্রিসেন্টের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা, রেড ক্রিসেন্টের আজীবন সদস্য ও যুব রেড ক্রিসেন্টের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, মে ০৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।