ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মিঠামইনে সেনানিবাস পরিদর্শনে সেনাপ্রধান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, মে ৯, ২০১৯
মিঠামইনে সেনানিবাস পরিদর্শনে সেনাপ্রধান মিঠামইনে সেনানিবাস পরিদর্শনে সেনাপ্রধান। ছবি: বাংলানিউজ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় নতুন সেনানিবাস এলাকা পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। 

বৃহস্পতিবার (৯ মে) সকালে হেলিকপ্টারে করে মিঠামইন হেলিপ্যাডে অবতরণ করেন তিনি। এসময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার মুর্শেদ চৌধুরী, জেলা পুলিশ সুপার (এসপি) মাশরুকুর রহমান খালেদ, রাষ্ট্রপতির ভাই অধ্যক্ষ আব্দুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বোন আছিয়া আলম প্রমুখ।

শুভেচ্ছা বিনিময় শেষে সেখান থেকে স্পিডবোটে করে নতুন নির্মাণাধীন সেনানিবাস এলাকা পরিদর্শনে যান সেনাপ্রধান। সেনানিবাস ঘুরে দেখা শেষে তিনি রাষ্ট্রপতির বাসভবন পরিদর্শন করেন এবং সেখানে কিছুটা সময় অবস্থান করেন। বেলা সাড়ে ১১টার দিকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে তিনি মিঠামইন ত্যাগ করেন।  

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মে ০৯, ২০১৯ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।