ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে শিবির নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৭ ঘণ্টা, মে ১০, ২০১৯
গোবিন্দগঞ্জে শিবির নেতা গ্রেফতার

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে সজিব আহম্মেদ (২৮) নামে শিবিরের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৯ মে) রাত সাড়ে ৯টার দিকে শহরের মায়ামনি মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

সজিব গোবিন্দগঞ্জ উপজেলার বগুলাগাড়ী খাঁপাড়ার আব্দুল গফ্ফার মাস্টারের ছেলে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বাংলানিউজকে জানান, সজিব বগুড়া জেলা শিবিরের সাবেক সভাপতি।  তার বিরুদ্ধে দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

গোপন খবর পেয়ে রাতে মায়ামনি মোড়ে একটি লোকাল বাস থেকে সজিবকে গ্রেফতার করা হয়।  

এছাড়া সজিবের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে দুটি মামলা আদালতে বিচারাধীন আছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ০৩৫২ ঘণ্টা, মে ১০, ২০১৯
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।