শুক্রবার (১০ মে) রমজানের প্রথম জুমায় মসজিদে সাধারণের থেকে অনেক বেশি মুসল্লির উপস্থিতি ছিল। জুমার নামাজে ইমামতি করে ষাটগম্বুজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা হেলাল উদ্দিন।
ফকিরহাট থেকে জুমার নামাজ আদায় করতে আসা শিহাব উদ্দিন রুবেল বলেন, আগেই নিয়ত করেছিলাম, রমজানের প্রথম জুমা ষাটগম্বুজ মসজিদে পড়বো। তাই এসেছি। ঐতিহাসিক এ মসজিদে নামাজ পড়তে ভালো লাগে।
ইমরান হোসেন বলেন, ষাটগম্বুজ মসজিদে আসলে অতীতে মুসলিম স্থাপত্য যে কত সম্মৃদ্ধ ছিল তা বোঝা যায়। রমজানের প্রথম জুমা এখানে পড়তে পেরে ভালো লাগছে।
ষাটগম্বুজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা হেলাল উদ্দিন বলেন, রমজানের সব প্রস্তুতি রয়েছে আমাদের। দু’জন স্বনামধন্য হাফেজ দিয়ে খতম তারাবি পড়ানো হয়। প্রতিদিন দেড় থেকে দুইশ মানুষ এখানে ইফতারি করে। অনেক সময় বেশিও হয়। রমজান মাসে অনেক দূরদূরান্ত থেকে মানুষ এখানে নামাজ আদায় করতে আসেন।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মে ১০, ২০১৯
এসএইচ