ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ভিড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, মে ১০, ২০১৯
ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ভিড় ষাটগম্বুজ মসজিদে জুমার নামাজ আদায় করতে মুসল্লিদের ভিড়

বাগেরহাট: রমজান মাসের প্রথম জুমার নামাজে ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ভিড় লক্ষ্য করা গেছে। বছরের সব সময় পর্যটকদের আনাগোনায় মুখরিত থাকলেও রমজানের সময় দূরদূরান্ত থেকে জুমার নামাজ আদায় করতে আসেন অনেকে।

শুক্রবার (১০ মে) রমজানের প্রথম জুমায় মসজিদে সাধারণের থেকে অনেক বেশি মুসল্লির উপস্থিতি ছিল। জুমার নামাজে ইমামতি করে ষাটগম্বুজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা হেলাল উদ্দিন।

ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতারুজ্জামান বাচ্চু, জেলা ছাত্রলীগের সভাপতি মনির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা নামাজ আদায় করেন।

ফকিরহাট থেকে জুমার নামাজ আদায় করতে আসা শিহাব উদ্দিন রুবেল বলেন, আগেই নিয়ত করেছিলাম, রমজানের প্রথম জুমা ষাটগম্বুজ মসজিদে পড়বো। তাই এসেছি। ঐতিহাসিক এ মসজিদে নামাজ পড়তে ভালো লাগে।

ইমরান হোসেন বলেন, ষাটগম্বুজ মসজিদে আসলে অতীতে মুসলিম স্থাপত্য যে কত সম্মৃদ্ধ ছিল তা বোঝা যায়। রমজানের প্রথম জুমা এখানে পড়তে পেরে ভালো লাগছে।

ষাটগম্বুজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা হেলাল উদ্দিন বলেন, রমজানের সব প্রস্তুতি রয়েছে আমাদের। দু’জন স্বনামধন্য হাফেজ দিয়ে খতম তারাবি পড়ানো হয়। প্রতিদিন দেড় থেকে দুইশ মানুষ এখানে ইফতারি করে। অনেক সময় বেশিও হয়। রমজান মাসে অনেক দূরদূরান্ত থেকে মানুষ এখানে নামাজ আদায় করতে আসেন।  

বাংলাদেশ  সময়:  ১৬২৫  ঘণ্টা, মে ১০, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।