ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনায় রোহিঙ্গা সন্দেহে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, মে ১১, ২০১৯
খুলনায় রোহিঙ্গা সন্দেহে বৃদ্ধকে পিটিয়ে হত্যা পিটিয়ে হত্যার ঘটনায় আটক দুইজন পুলিশ হেফাজতে। ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনার ডুমুরিয়া উপজেলায় রোহিঙ্গা সন্দেহে অজ্ঞাতপরিচয় (৬০) এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (১০ মে) রাতে উপজেলার মাগুরাঘোনার কাঁঠালিয়া বাজারে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সাহস ঘোষগাতী গ্রামের চিংড়ি ঘের মালিক মেহেদী মোড়ল ও কাঁঠালিয়া বাজারের মুদি দোকানী মধুসুদন মন্ডলকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে রোহিঙ্গা সন্দেহে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধকে স্থানীয় লোকজন পিটিয়ে আহত করে। পরে তাকে দ্রুত উদ্ধার করে পাইকগাছার কপিলমনি হাসপাতালে ভর্তি করা হলে রাতে সেখানে তিনি মারা যান।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব বাংলানিউজকে বলেন, ওই বৃদ্ধা রোহিঙ্গা কি না জানি না, তবে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাকে পিটিয়ে হত্যার ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। তার নাম-পরিচয় এখনও জানা যায়নি।

এদিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত গ্রামাঞ্চলে গত কয়েকদিন ধরে ছেলে ধরা আতঙ্ক বিরাজ করছে। তার সঙ্গে যোগ হয়েছে নারী ধর্ষণ ও ডাকাত আতঙ্ক। বোরকা পরা অপরিচিত নারী-পুরুষ গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ায় গত একসপ্তাহ ধরে এই আতঙ্ক শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, মে ১১, ২০১৯
এমআরএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।