ঢাকা: ২০১৭ সালে খাগড়াছড়ি সদর থানায় তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা একটি মামলায় আইনজীবী ইমতিয়াজ মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৫ মে) সকালে বনানীর নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে বানানী থানা পুলিশ।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিএম ফরমান আলী বাংলানিউজকে জানান, ইমতিয়াজ মাহমুদের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় ২০১৭ সালে তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করা হয়।
ওই মামলার ওয়ারেন্টের ভিত্তিতে বুধবার সকালে বনানীর নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের পর ইমতিয়াজ মাহমুদকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, মে ১৫, ২০১৯
পিএম/ওএইচ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।