বুধবার (১৫ মে) বিকেলে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার।
এসময় উপজেলার স্যানিটারি পরিদর্শক ওয়াহিদুল হক, সৈয়দপুর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার বাংলানিউজকে জানান, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল ও অনুমোদনহীন সেমাই উৎপাদন করার অপরাধে সৈয়দপুর শহরের তাজ সেমাই কারখানাকে ৫ হাজার, রোজি ফুড প্রোডাক্টসকে ১০ হাজার ও জাভেদ সেমাই কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, মে ১৫, ২০১৯
এসআরএস