ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

গজারিয়ায় ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, মে ১৮, ২০১৯
গজারিয়ায় ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধন গজারিয়ায় ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধনকালে সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। ছবি: বাংলানিউজ

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৮ মে) সকালে উপজেলার ভবেরচর এলাকায় এ স্টেশনের উদ্বোধন করা হয়।
 
গজারিয়া ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ পরিদর্শক বাংলানিউজকে জানান, বর্তমানে স্টেশনটিতে ২১ জন সদস্য কর্মরত আছে ২৭টি পদের বিপরীতে।

তিনটি গাড়ি আছে। বর্তমানে গজারিয়ায় এটিই একমাত্র ফায়ার সার্ভিস স্টেশন।
  
স্টেশন উদ্বোধনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। বিশেষ অতিথি ছিলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন, গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, মে ১৮, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।