দিনটি উপলক্ষে শনিবার (১৮ মে) দুপুরে শহরের ঐতিহ্যবাহী য়ংড বৌদ্ধবিহার থেকে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় একটি শোভাযাত্রা বের করা হয়।
সাসনা রাক্ষিতা ভিক্ষু সংঘ ও বাংলাদেশ বুড্ডিস্ট কল্যাণ পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ নানা বয়সের হাজারো মানুষ অংশ নেন।
এর আগে সকাল থেকে মন্দিরগুলোতে ছিলো পূর্ণাথীদের ভিড়। জেলা শহরের য়ংড বৌদ্ধবিহারসহ খাগড়াছড়ির ৯ উপজেলার শতাধিক বৌদ্ধবিহারে সকাল থেকে চলে সংঘ দান, অষ্টপরিষ্কার দান, ভিক্ষুদের পিণ্ড দান, প্রদীপ প্রজ্জ্বলন, ধর্মদেশনা। সন্ধ্যায় বিহারগুলোতে পঞ্চশীল গ্রহণ, প্রবজ্যা গ্রহণ, প্রদীপ পূজা ও ফানস বাতি উড়ানো হবে।
এদিনেই জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ। পাশাপাশি এদিনেই তিনি বুদ্ধত্ব ও মহাপরিনির্বাণ লাভ করেন। সে কারণেই বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে দিনটি খুবই পবিত্র।
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, মে ১৮, ২০১৯
এডি/আরবি/