বৃহস্পতিবার (২৩ মে) রাজধানীর মিটফোর্ড এলাকায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে এবং ওষুধ প্রশাসন অধিদফতরের সহযোগিতায় এ অভিযান চালায় র্যাব-১০।
এসময় দেশ ড্রাগ হাউজকে ২ লাখ টাকা, সেবা মেডিকেল এজেন্সিকে ১ লাখ ৫০ হাজার টাকা, ফারাজ মেডিসিনকে ১ লাখ ৫০ হাজার টাকা, এম ডি কেমিক্যালসকে ৭৫ হাজার টাকা, মিতু কেমিক্যালসকে ১ লাখ ৫০ হাজার টাকা, নবাব মেডিকেল স্টোরকে ৪ লাখ টাকা, সাদিয়া এন্টারপ্রাইজকে ৪ লাখ টাকা, হাবিবুর রহমানকে ৪ লাখ টাকা, মেসার্স মিলা ড্রাগ হাউজকে ২৫ হাজার টাকা এবং মো. শাকিল মাহমুদকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বাংলানিউজকে বলেন, এই ব্যবসায়ীরা মনটিয়ার ওষুধ ও ডায়বেটিকস রোগীর ইনস্যুলিন মিস্টার থার্টি নকল করে প্যাকেজিং করছিল। বিদেশি কিছু ওষুধ নকল করছে এরা।
এসময় ১ কোটি টাকার নকল ও বিক্রয় নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয় বলেও জানান র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, মে ২৪, ২০১৯
এমএমআই/এইচএমএস/এমএমএস