জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হচ্ছে। ছবি: বাংলানিউজ
ঝালকাঠি: ঝালকাঠিতে তামাক নিয়ন্ত্রণ আইন না মেনে ‘জাপান টোব্যাকো’ নামে একটি প্রতিষ্ঠান ব্যাপক প্রচার-প্রচারণা ও বিজ্ঞাপনী কার্যক্রম পরিচালনা করছে দাবি করে এ বিষয়ে আইনি ব্যবস্থা নিতে স্মারকলিপি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) সকাল ১১টায় গ্রামবাংলা উন্নয়ন কমিটি ও সূর্যালোক ট্রাস্টের উদ্যোগে জেলা প্রশাসক মো. হামিদুল হকের নিকট এ স্মারকলিপি দেওয়া হয়।
এতে বলা হয়, তামাক ব্যবহারের কারণে বাংলাদেশে প্রতিবছর ১ লাখ ২৬ হাজার মানুষ মারা যান ও এর চিকিৎসায় ব্যয় হয় প্রায় ৩০ হাজার কোটি টাকা।
এ ক্ষতি থেকে রক্ষা পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করার ঘোষণা দিয়েছেন। কিন্তু সম্প্রতি, ‘জাপান টোব্যাকো’ নামে একটি প্রতিষ্ঠান তরুণদের আকৃষ্ট করতে তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে ব্যাপক প্রচার-প্রচারণা ও বিজ্ঞাপনী কার্যক্রম চালাচ্ছে। এটি রাষ্ট্রীয় আইনের প্রতি অশ্রদ্ধার পাশাপাশি সরকারের মহৎ উদ্দেশ্যকে ব্যাহত করার সুস্পষ্ট অপচেষ্টা।
এ সময় সূর্যালোক ট্রাস্টের নির্বাহী পরিচালক হেমায়েত উদ্দিন হিমু, প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, সমাজ উন্নয়ন কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদার ও টেলিভিশন সাংবাদিক সমিতির কোষাধ্যক্ষ কে এম সবুজ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময় : ১৭৪০ ঘণ্টা, মে ৩০, ২০১৯
এমএস/একে
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।