বুধবার (১২ জুন) বিকেলে গোপালপুর ধলেশ্বরী নদীতে নিখোঁজ হয় সে। শারমিন সাটুরিয়া উপজেলার গোপালপুর এলাকার সোহাগ মিয়ার মেয়ে ও স্থানীয় গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, শারমিন তার বন্ধুদের নিয়ে গোপালপুর ধলেশ্বরী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা প্রায় সাড়ে চার ঘণ্টা চেষ্টা করেও ওই শিশুকে উদ্ধার করা সম্ভব হয়নি।
সন্ধ্যা ঘনিয়ে আসায় উদ্ধার কাজ স্থগিত করা হয়েছে বলেও জানান উপ-সহকারী পরিচালক মিজানুর।
বাংলাদেশ সময়: ০৫৩৫ ঘণ্টা, জুন ১৩, ২০১৯
আরআইএস/