ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রী নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, জুন ১৩, ২০১৯
ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রী নিখোঁজ

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোপালপুরের ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে শারমিন আক্তার(৮) নামে এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে।

বুধবার (১২ জুন) বিকেলে গোপালপুর ধলেশ্বরী নদীতে নিখোঁজ হয় সে। শারমিন সাটুরিয়া উপজেলার গোপালপুর এলাকার সোহাগ মিয়ার মেয়ে ও স্থানীয় গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, শারমিন তার বন্ধুদের নিয়ে গোপালপুর ধলেশ্বরী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা প্রায় সাড়ে চার ঘণ্টা চেষ্টা করেও ওই শিশুকে উদ্ধার করা সম্ভব হয়নি।  

সন্ধ্যা ঘনিয়ে আসায় উদ্ধার কাজ স্থগিত করা হয়েছে বলেও জানান উপ-সহকারী পরিচালক মিজানুর।

বাংলাদেশ সময়: ০৫৩৫ ঘণ্টা, জুন ১৩, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।