ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাগেরহাটের মহাসড়কে নছিমন-করিমন নিষিদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, জুন ২০, ২০১৯
বাগেরহাটের মহাসড়কে নছিমন-করিমন নিষিদ্ধ ছবি: বাংলানিউজ

বাগেরহাট: বাগেরহাটের সব মহাসড়কে নছিমন-করিমন, মাহেন্দ্র, ভটভটি, থ্রি হুইলারসহ অযান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে জেলা পুলিশের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন পুলিশ সুপার (এসপি) পঙ্কজ চন্দ্র রায়।  

শনিবার (২২ জুন) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকরে অভিযান শুরু করবে জেলা পুলিশ।

সবাইকে এ নিষেধাজ্ঞা মেনে চলতে জেলা তথ্য অফিস ও পুলিশের পক্ষ থেকে উপজেলাগুলোতে মাইকিং শুরু করা হয়েছে।

সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল, মিজানুর রহমান (হেড কোয়ার্টার), রিয়াজুল ইসলাম (মোরেলগঞ্জ সার্কেল) প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্মেলনে এসপি পঙ্কজ চন্দ্র রায় বলেন, শনিবার থেকে জেলার সব মহাসড়কে অযান্ত্রিক যানবাহন চলাচল বন্ধ। এ বিষয়ে ইতোমধ্যে সব উপজেলায় সচেতনতামূলক মাইকিং করা হয়েছে। যদি কেউ এ নিষেধাজ্ঞা অমান্য করে তাহলে তাকে আনা হবে আইনের আওতায়।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুন ২০, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।