বৃহস্পতিবার (০৪ জুলাই) শুরু হওয়া এ উৎসব ১২ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হবে।
বৃহস্পতিবার সকালে বিশ্ব শান্তির লক্ষে জগন্নাথ দেবের পুজা এবং পরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
রথযাত্রায় প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজশাহীর মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। রথযাত্রার উদ্বোধনও করেন তিনি।
রাজশাহী মহানগর পুজা উদযাপন পরিষদের সভাপতি বিমল কুমার সরকার বাংলানিউজকে জানান, প্রতি বছরের মতো এবারও যথাযথ ধর্মীয় মর্যাদার সঙ্গে রথ নিয়ে শহরে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে।
রথযাত্রা উপলক্ষে নগরীতে একটি মেলা আয়োজিত হয়েছে। এতে খেলনা, আসবাবপত্র, মুখরোচক খাবারসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান বসেছে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস জানান, মেলা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় মহানগরীতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৯
এসএস/এইচএডি/