ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
ঠাকুরগাঁও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন

ঠাকুরগাঁও: প্রায় দুই কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) তত্বাবধানে ঠাকুরগাঁও সদর উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে প্রধান অতিথি হিসেবে এ ভবনের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। উদ্বোধন শেষে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে মুক্তিযোদ্ধাদের জন্য ১২ লাখ টাকা ব্যয়ে এ বাড়ি নির্মাণের পরিকল্পনা রয়েছে। আর তাই মুক্তিযোদ্ধাদের তালিকা হতে হবে স্বচ্ছ, যেখানে বিতর্কের জায়গা থাকবে না।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদরসহ আওয়ামী লীগের বিভিন্ন নেতারা।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।