ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রামগঞ্জে অস্ত্র-গুলিসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
রামগঞ্জে অস্ত্র-গুলিসহ যুবক আটক

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় অস্ত্র ও গুলিসহ মো. সজিব (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (২৯ জুলাই) দুপুরে রামগঞ্জ থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।  

এর আগে রোরবার (২৮ জুলাই) দিনগত রাতে উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের উত্তর হাজীপুর চৌধুরী গাজী বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।

সজিব উপজেলার চাঙ্গিরগাঁও'র আইয়ুব আলী পাটোয়ারী বাড়ির বিল্লাল হোসেনের ছেলে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, উত্তর হাজীপুর চৌধুরী গাজী বাড়ির সামনে অস্ত্র কেনা-বেচা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে রোববার রাতে সেখানে অভিযান চালিয়ে সজিবকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি এলজি ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
এসআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।